বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল করিম টিংকু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)। মঙ্গলবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ৫৭ বছর বয়সী এ ক্রীড়াবিদ।
বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে জানান, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে (মঙ্গলবার) ইন্তেকাল করেছেন টিংকু। তার লাশ এখন রাখা হয়েছে কলাবাগানের নিজ বাড়িতে।
াতে বিসিবির প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, সদ্যপ্রয়ত টিংকুর নামাজের জানাজা বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিসিবির একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।
নাজমুল করিম টিংকু ছিলেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান। এছাড়া তিনি ছিলেন কলাবাগান থানা আওয়ামী লীগের সভাপতি এবং কলাবাগান ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক।
আজকের বাজার রিপোর্ট:আরআর/১৮.০৪.২০১৭