নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ম্যাচে বাংলাদেশের অভিষেক টেস্টে মাঠে নামা ক্রিকেটারদের জন্য সংবর্ধনার আয়োজন করেছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী
২০০০ সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ভারতের সাথে । আর সবচেয়ে মজার ব্যাপার হল ওই ম্যাচে টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক ঘটেছিল সৌরভ গাঙ্গুলীর ।আর এখন সেই বিসিসিআইয়ের নতুন সভাপতি। নভেম্বর মাসে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে বিশেষ এক আয়োজনই করতে যাচ্ছেন নতুন এই বিসিসিআিইয়ের সভাপতি ।বাংলাদেশ সাথে ভারতের টেস্ট ম্যাচ কলকাতায় ইডেন গার্ডেনে অনুষ্টিত হতে যাওয়া ম্যাচে ক্রিকেটারদের সংর্বধনা দেবেন সৌরভ ।শুধু তাই নয় বাংলাদেশের প্রধানমুন্ত্রী ঘন্টা বাজিয়ে খেলা শুরু করা হবে ।
১৯ বছর আগে নভেম্বরেই প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ।তার আগে ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ। টেস্টেও নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন এক যুগের সৃষ্টি করেছিলেন তিনি। আর বাংলাদেশের জন্য সে ম্যাচটা ছিল এমনিতেই ঐতিহাসিক ।নাইমুর রহমানের দল অভিষেক টেস্টে ৯ উইকেটে হারলেও চিরস্মরণীয় হয়ে থাকবে আমিনুল ইসলামের সেঞ্চুরি।
ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শেষে ১৪ নভেম্বর ইন্দোরে গড়াবে প্রথম টেস্ট। কলকাতার ইডেন গার্ডেনসে ২২ নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় ভারত সফর নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। বাংলাদেশের এ সফর নিয়ে আয়োজনকে পূর্ণাঙ্গ রূপ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও উপস্থিত থাকতে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাবেন সৌরভ।
আজকের বাজার/আরিফ