ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা।
রবিবার সৌরভ এবং অন্যান্য কর্মকর্তাদের একটি ই-মেইলে গুপ্ত বলেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ডে মনোনীত হয়ে গেলে বিসিসিআই-এর রুলবুক কাউকে প্রেসিডেন্ট হিসাবে কাজ করার অনুমতি দেয় না৷
২৮ শে মার্চ বিসিসিআই-এর প্রতিনিধি হিসাবে আইসিসি বোর্ডে অন্তর্ভুক্ত হয়ে আইসিসির চেয়ারম্যানের শিগগিরই শূন্য পদের প্রার্থী হয়ে উঠেছেন।
বোর্ডের সংবিধানের ১৪(৯) ধারায় বলা হয়েছে, ‘এই নিয়ম প্রযোজ্য হবে যদি কোনো বিসিসিআইয়ের অফিস বিয়ারার আইসিসিতে নির্বাচিত হয়। নাহলে বিসিসিআই-ই অফিস বিয়ারার ব্যতীত অন্য কাউকে মনোনীত করবে। যেটা রীতিমত হাস্যকর।”