অস্ট্রেলিয়ায় বিস্ফোরক রাখার অভিযোগে পুলিশ ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এদিকে মঙ্গলবার তাকে গ্রেফতারের পর দেশটির এডেলেইডের একটি বাসা থেকে উদ্ধার করা ‘বিস্ফোরক’ সামগ্রী নিস্ক্রিয় করার কাজ শুরু করেছে বোমা বিশেষজ্ঞরা।
সাউথ অস্ট্রেলিয়ান পুলিশ জানায়, সোমবার রাতে এসব বিস্ফোরক সামগ্রি উদ্ধার করা হয় এবং বিস্ফোরক রাখার অভিযোগ এনে মঙ্গলবার এ ব্যক্তিকে আদালতে হাজির করা হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে তদন্ত চলছে। বিবৃতিতে আরো বলা হয়, বিস্ফোরক সামগ্রী ধ্বংস করে ফেলতে বোমা রেসপঞ্জ ইউনিটকে দায়িত্ব দেয়া হয়েছে। এতে জনগণের জন্য আর কোন ঝুঁকি বা হুমকি নেই।
জাতীয় সম্প্রচার কেন্দ্র এবিসি জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম বিরোধী বিভিন্ন পোস্ট দেয়ায় এ বছরের গোড়ার দিকে এ ব্যক্তিকে কর্তৃপক্ষের নজরদারির মধ্যে আনা হয়েছিল।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জিহাদি ও অন্য সন্ত্রাসী গ্রুপ তাদের হামলায় যে ধরনের রাসায়নিক বিস্ফোরক ব্যবহার করে এগুলো সে ধরনের ছিল।