সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলঢুপ এলাকায় বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। নিহত মাওলানা আইয়ুব আলী বড়লেখা উপজেলার তারাদরম এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে ও গোলাপগঞ্জের ভাদেশ্বর নাসির উদ্দিন হাইস্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক।
স্থানীয়দের বরাতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, রাতে উপজেলার জলঢুপ এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির লাশ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের সহকর্মী রশীদ আহমদ জানান, বুধবার বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট বিতরণ ও একাডেমিক বিষয়ক সভায় অংশগ্রহণ শেষে নিজ গ্রামের বাড়ি বড়লেখা উপজেলায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
খেলাফত মজলিসের সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, মাওলানা আইয়ুব আলী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জোনের সহকারি ছিলেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান