বিয়ের সময়েই গুঞ্জন শোনা গিয়েছিল, নেহা নাকি গর্ভবতী। এবার নেহা জানিয়ে দিলেন, কেন তিনি বিষয়টি গোপন করেছিলেন।
গত ১০ মে বিয়ে হয়েছিল তাঁদের। দুই বলিউড তারকা— নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। আগে থেকে টেরটিও পায়নি পাপারাৎজিরা। তখনই গুঞ্জন শোনা গিয়েছিল, নেহা নাকি গর্ভবতী। কিন্তু সেই সময় এমন গুঞ্জনে প্রবল রেগেছিলেন অঙ্গদ। জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের কথা তিনি মোটেই পছন্দ করছেন না।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে নেহা জানিয়ে দিয়েছেন, কেন নিজের গর্ভধারণের বিষয়টি তিনি গোপন করেছিলেন। তিনি জানিয়েছেন, তাঁর ভয় ছিল তিনি মা হতে চলেছেন, এই খবর চাউর হয়ে গেলে তাঁর কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতো। সেসময় তিনি ‘হেলিকপ্টার ইলা’-র শ্যুটিং করছিলেন। পাশাপাশি চলছিল তাঁর চ্যাট শো ‘নে ফিল্টার নেহা’-র শ্যুটিংও। নেহা জানিয়েছেন, ‘‘আমি ভয় পেতাম কেউ যদি আমাকে কাজ না দেয়। এটা ভাল বিষয় ছিল যে, আমার বেবি বাম্প ৬ মাসের আগে বোঝাই যায়নি। ভাগ্যিস, কেননা অ্যাপিয়ারেন্সই তো মুখ্য আমাদের কাজে। গর্ভবতী হয়ে পড়লে অনেকেরই কাজ করার সামর্থ্য থাকে না। কিন্তু আমার এনার্জি লেভেল বেশ হাই-ই ছিল।’’ তাঁর মাতৃত্বকালীন ছুটিরও কোনও প্রয়োজন নেই বসে সাফ জানিয়ে দেন নেহা।
‘বেবি বাম্প’ নিয়েই নেহা দিল্লি ও মুম্বইতে দু’টি জন্মদিনের পার্টিতে গিয়েছেন। এমনকী, সম্প্রতি একটি ফ্যাশন শোয়ের র্যাম্পেও হাঁটতে দেখা গিয়েছে তাঁকে।
আজকের বাজার/এএল