বিয়ের আগেই মধুচন্দ্রিমায় শুভশ্রী-রাজ (ভিডিও)

বিয়ের পূর্বেই এবার মধুচন্দ্রিমার জন্য পাড়ি দিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রাক মধুচন্দ্রিমায় হাজির হয়ে সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেন তারা।

যা দেখে ‘রাজশ্রী’-র ভক্তরা রীতিমত উচ্ছ্বসিত। কিন্তু প্রাক মধুচন্দ্রিমা কাটানোর জন্য কোথায় হাজির হয়েছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি আরবানা ক্লাব হাউজে গিয়ে আংটি বদল করেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবাইকে চমকে দিয়ে শুভশ্রীর সঙ্গে রেজিস্ট্রিও সেরে ফেলেন টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক।

@rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on


এস/