রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজীব হোসেন(২৩)দুর্গাপুর সদরের আব্দুল বাকীর ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার এজাহারে বলা হয়, প্রায় ৯ মাস আগে ওই কলেজছাত্রীর সাথে দুর্গাপুর সদরের রাজীব হোসেন নামের এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর রাজীব বিয়ের আশ্বাস দিয়ে ওই কলেজছাত্রীকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণ করে।
সর্বশেষ গত বছরের ২২ নভেম্বর রাজীব ওই কলেজছাত্রীকে তার বোনের বাড়ি উপজেলার শ্রীধরপুর গ্রামে নিয়ে যায়। সেখানে ওই কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে। পরে কলেজছাত্রী রাজীবকে বিয়ের চাপ দিলে রাজীব রাজি হয়নি। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খুরশীদা বানু কনা জানান, কলেজছাত্রী নিজেই বাদী হয়ে প্রেমিক রাজীবের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলার পর ধর্ষক রাজীবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক)হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি)পাঠানো হবে বলে তিনি জানান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান