চট্টগ্রামের রাউজানে বিয়ের আশ্বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইসমাইল হোসেন ওরফে ইমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
এর আগে, বুধবার রাতে ডাবুয়া পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের দলিলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন ওই এলাকার আহমেদ চৌধুরী বাড়ির মো. আব্বাসের ছেলে।
পুলিশ জানায়, বিয়ের আশ্বাসে একই উপজেলার ডাবুয়া ইউনিয়নের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন ইমন। সর্বশেষ ৩০ জুলাই বিকেলে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ওই তরুণীর বাড়িতে গিয়ে পুনরায় ধর্ষণ করেন। এরপর তরুণীর পরিবার বিষয়টি জানতে পেরে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করতে অস্বীকৃতি জানান ইমন ও তার পরিবার। পরে এ ঘটনায় রাউজান থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।
ওসি আবদল্লাহ আল হারুন বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান