চাঁদপুরের কচুয়ায় মীরা রানী সরকার (১৫) নামের স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করতে পুলিশ প্রশাসন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরের আসন থেকে পালিয়েছে বর ও বরপক্ষের পরিবার।
বুধবার (১৮ জুলাই) রাতে কচুয়ার নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের প্রাণকৃষ্ণ সরকারের মেয়ে ও পালাখাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মীরা রানীর সঙ্গে পার্শ্ববর্তী কুমিল্লার চান্দিনা উপজেলার এক যুবকের সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করে।
খবর পেয়ে কচুয়া থানার ওসি সৈয়দ মো. মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন। এ সময় বর পক্ষের ৩টি মাইক্রোবাস আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।
আজকের বাজার/আরআইএস