ভারতের কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবসংলগ্ন এলাকায় বিয়ের কেনাকাটা করতে গিয়ে বজ্রপাতে হবু বরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
এংগেজমেন্টের ঠিক একদিন আগেই না ফেরার দেশে চলে গেলেন হবু বর।
এক বছর ধরে বিয়ের পরিকল্পনা করছিলেন অজয় ও মনীষা। শুধু বাকি ছিল একটু গুছিয়ে নেয়ার। বছর পেরিয়ে আজ রোববার ছিল তাদের আংটিবদলের দিন। এ জন্য গতকাল সন্ধ্যায় এ যুগল গিয়েছিলেন বাগদানের আংটি ও বিয়ের শাড়ি, গহনা কিনতে। পথে আচমকা বাজ পড়ে মৃত্যু হয় হবু বরের।
কলকাতার পুলিশকর্মীরা এ হবু দম্পতিকে দ্রুত স্থানীয় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজয়কে (২৫) মৃত ঘোষণা করে। অজয়ের বাগদত্তা মনীষা চিকিৎসাধীন আছেন।
প্রাথমিকভাবে কলকাতা পুলিশের ধারণা, প্রবল বৃষ্টির সময় মাঠের কোণে গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন তারা। সে সময় এ ঘটনা ঘটেছে।
আজকের বাজার/আরআইএস