বিয়ের পর হানিমুন, অতঃপর ডিভোর্স

বিয়ে। অতঃপর স্ত্রীকে নিয়ে ইউরোপে হানিমুনে গিয়েছিলেন স্বামী। কিন্তু মধু চন্দ্রিমার স্ত্রীর কাছে চাহিদামতো ভালোবাসা পাননি। এ কারণে হানিমুন ট্রিপ সংক্ষেপ করে দ্রুত দেশে ফিরে আদালতে ডিভোর্সের আবেদন করেছেন ওই যুগল।

আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, দুবাইয়ের শরীয়া আদালতে অসন্তুষ্ট স্বামী ডিভোর্সের জন্য এ আবেদন করেছেন। বিয়ের ১ সপ্তাহের মধ্যে করা এ আবেদনে তিনি হানিমুনের সময় কম ঘনিষ্ঠতাকে ডিভোর্স চাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জানা গেছে, বিয়ের পর এই যুগল হানিমুন করতে ইউরোপ সফরে যায়। কিন্তু ওই সময় তারা নিজেদের মধ্যে একান্ত সময় কাটাননি। এমনকি হানিমুনের সময় ওই স্ত্রী তার স্বামীকে শারীরিক সম্পর্ক করার জন্য অনুমতি দেননি।

স্ত্রীর অভিযোগ, অর্থ খরচের ব্যাপারে তার স্বামী খুবই কিপটে। ইতোমধ্যে স্বামীও তার স্ত্রীকে অপচয়ী আখ্যা দিয়ে বলেছে, সে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় অর্থ খরচ করে।

আজকেরবাজার/এসকে