বিয়ের পিঁড়িতে বসছেন নাবিলা

‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র জোবাইদুল হক। পেশায় ব্যাংকার। আগামী ২৬ এপ্রিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানান নাবিলা।

নাবিলা বলেন, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ১৮ বছর আগে জোবাইদুলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। আমার প্রথম প্রেম সে। এখন আমাদের বিয়ে পারিবারিকভাবে হচ্ছে।

বাবার চাকরির সূত্রে নাবিলার কৈশোর কেটেছে সৌদি আরবের জেদ্দায়। অন্যদিকে, জোবাইদুল হকও ছিলেন জেদ্দায়।

২০০০ সালে সৌদি আরব থেকে ঢাকায় একেবারে চলে আসেন নাবিলা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি।

২০১৬ সালে নাবিলা প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছবিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

আজকের বাজার: আরআর/ ০১ জানুয়ারি ২০১৮