কিশোরগঞ্জের ভৈরবে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠালে পরে আদালত তাকে জেলহাজতে পাঠান।
এর আগে বুধবার (৯ মার্চ) ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে ভৈরব থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। রাসেল পৌর শহরের চন্ডিবের উত্তর পাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাসেল মিয়া দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। মঙ্গলবার ছাত্রী তাকে বিয়ের জন্য বলেন। এতে রাসেল অস্বীকার করলে বুধবার সকালে ভৈরব থানায় রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তিনি।
ভৈরব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে মেয়েটি থানায় অভিযোগ দেন। পরে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও বলেন, বুধবার মেয়ের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান