বিয়ের শপিং করছেন দীপিকা!

এই মুহূর্তে বেশ কিছুটা ফাঁকা সময় রয়েছে দীপিকার হাতে।শোনা যাচ্ছে, এই সময়টা নাকি বিয়ের শপিং করে রাখছেন দীপিকা।

সত্যি নাকি? না! দীপিকা এখনও পর্যন্ত বিয়ে বা বিয়ের শপিং, কোনওটা নিয়েই মুখ খোলেননি। তবে বেশ কিছু সূত্রের দাবি, এখন বেশ কিছুদিন টানা বেঙ্গালুরুতে থাকছেন দীপিকা। উদ্দেশ্য, বিয়ের শপিং।

শোনা যাচ্ছে, মা অনিশার সঙ্গে বেঙ্গালুরুর কয়েকটি বিশেষ গয়নার দোকানে দেখা গিয়েছে দীপিকাকে। মনে করা হচ্ছে, বিয়ের জন্যই গয়না পছন্দ করতে গিয়েছিলেন এই নন্দিত নায়িকা।

আজকের বাজার/আরজেড