মাত্র ৩ দিনের বিবাহিত জীবন৷ কিন্তু তার মধ্যেই মধুর স্মৃতিতে আঁচড় কাটল কালো দাগ৷ ৩ দিনের নব বিবাহিতা বধূকে ধর্ষণ করল তারই স্বামী সহ স্বামীর বন্ধুরা৷ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি৷
নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে ১৭ এপ্রিল ভারতের অসমের করিমগঞ্জ এলাকায়৷ জানা গেছে, দাবি মত পণ না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছে নির্যাতিতার স্বামী ও তার সঙ্গীরা৷ পুলিশ সূত্রে খবর, ছেলের বাড়ির দাবি মেটাতে বিয়েতে সোনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মেয়ের পরিবার,তবে স্বেচ্ছায় নয়৷
ছেলের বাড়ি থেকে পণ স্বরূপ সোনার গয়না দাবি করেছিল মেয়ের পরিবার৷ প্রথমে মেয়ের বিয়ে যাতে আটকে না যায়, সেই খাতিরে রাজি হলেও, পরে সেই সোনার গয়না দিয়ে উঠতে পারেনি নির্যাতিতার পরিবার৷ নির্যাতিতার বিশ্বাস ছিল বিয়ের পর একথা তার স্বামীকে বুঝিয়ে বললে সে নিশ্চয়ই বুঝবে৷
কিন্তু না৷ নির্যাতিতা এই কথা জানাতেই তার স্বামীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তিনি৷ পণ না পাওয়ার রাগে বিয়ের ৩ দিনের মাথায় স্বামী ও তার বন্ধুরা নব বধূকে ধর্ষণ করার চেষ্টা করে৷ নির্যাতিতার দাবি, তাদের কাছ থেকে পণ স্বরূপ সোনার গয়না চাওয়া হলে তারা দিয়ে উঠতে পারেননি৷ আর এই কারণেই তার স্বামী ও স্বামীর বন্ধুরা তাকে ধর্ষণ করার চেষ্টা করে৷
আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রোববার পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে৷ তবে ঘটনার পর থেকেই পলাতক বাকি ২ অভিযুক্ত৷ ইতোমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে অসম পুলিশ৷
এস/