রিয়েল এস্টেট ব্যবসায়ী আন্দ্রেস পানায়ইওতোর ছেলে জর্জ পানায়ইওতোর সঙ্গে গত তিন-চার মাস ধরে অ্যামির ঘনিষ্ঠতা বেড়েছে। অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা।
আর গোপনে প্রেম নয়, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা করেছেন এ জুটি।
জানা যায়, অনেকদিন ধরেই অ্যামি এই সম্পর্ক টিকিয়ে রেখেছেন। তার ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রকাশ করতে চাইছিলেন না এই নন্দিত অভিনেত্রি। তাই অনেকদিন থেকেই তার সম্পর্কটি মিডিয়া থেকে লুকিয়ে রেখেছিলেন।
বর্তমানে বিয়ের তারিখ ও স্থান নিয়ে আলোচনা করছেন তারা।’
আজকের বাজার : আরজেড/আরএম/ ২২ ফেব্রুয়ারি ২০১৮