ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুলভোটে সাংসদ নির্বাচিত হওয়া নুসরাত জাহানের আরও একটি সুখবর এরই মধ্যে জেনে গেছেন ভক্তরা। সেটা হচ্ছে এই টালিউড অভিনেত্রী বিয়ে করতে যাচ্ছেন। এবার তার হবু স্বামী কে হচ্ছেন সে জটও খুললো। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতীয় গণমাধ্যম বলছে, জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন নুসরাত জাহান। পাত্র তারই বহুদিনের প্রেমিক নিখিল জৈন। তবে নিখিল শোবিজের কেউ নন। তিনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাকেই বিয়ে করছেন নুসরাত। ব্যবসায়ী নিখিলের শাড়ির ব্র্যান্ড মডেল হতে গিয়েই দুজনের পরিচয় হয়। পরে সেই পরিচয়; প্রেমের সম্পর্কে রুপ নেয়।
এ নিয়ে নুসরাতের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, তুরস্কের ইস্তানবুলে নুসরাত-নিখিলের পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে জুনে বিয়ের প্রস্তুতি চলছে। এর আগে, নুসরাত বিভিন্ন সময় তার বিয়ে সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেছেন। তিনি সাংবাদিকদের বলতেন; যখন বিয়ে করবো সবাইকে জানিয়েই করবো।