জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকারের বিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি। ওইদিন সন্ধ্যায় গায়ে হলুদ এবং রাতে বিয়ে। আর বৌ-ভাত অনুষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি।
সৌম্যর হবু স্ত্রীর প্রিয়ন্তি দেবনাথ পুঁজা ঢাকার একটি ইংলিশ মিডিয়াম কলেজ থেকে এ বছর ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছে। তার বাবা গোপাল দেবনাথ পেশায় একজন ব্যবসায়ী।
তার গ্রামের বাড়ি খুলনা শহরের টুটপাড়াতে। বর্তমানে বাবার সাথে বসবাস করেন ঢাকাতে। তিন বোনের মধ্যে প্রিয়ন্তি দেবনাথ পুঁজা সবার ছোট।
সৌম্য সরকারের বাবা সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা শহরের অদূরে মন্টু মিয়ার বাগান বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েতে প্রায় দেড় হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া সৌম্য সরকারের খেলোয়াড় বন্ধুরা অংশ নেবেন এই বিয়েতে।
এদিকে, সৌম্য সরকারের বিয়েকে ঘিরে তার বাড়িতে সাজ সাজ রব। সৌম্য সরকারের ঘনিষ্টজনেরা জানায়, বেশ আগে থেকেই পুঁজার সাথে তার জানাশুনা।
আজকের বাজার/এমএইচ