বিয়ের পীড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা! এমনই দাবি ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলোর।
দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করে আসছেন ভারত জাতীয় দলের অধিনায়ক ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং গ্ল্যামার ওয়ার্ডের আলোচিত ও জনপ্রিয় তারকা আনুশকা শর্মা। তাদের দুজনকে চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর তাই এই দুজনের প্রেমও সবসময় থেকেছে খবরের শিরোনাম হয়ে।
প্রায় পাঁচ বছর ধরে মন লেনাদেনা চলছে কোহলি এবং আনুশকার। ক্রিকেট ও বিনোদন অঙ্গনে ঘোর গুঞ্জন, আগামী ডিসেম্বরে দুজনের প্রেম রুপ নিচ্ছে পরিণয়ে। ভারতীয় গণমাধ্যমের এমন দাবির পেছনে শক্ত প্রমাণ হিসেবে কাজ করছে কোহলির সাম্প্রতিক বিশ্রাম-তত্ত্ব।
আগামী ডিসেম্বরে এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নেবে ভারত। ঐ সিরিজে বিশ্রাম নিতে বোর্ডকে অবহিত করে ইতোমধ্যে আলোচনায় এসেছেন বিরাট কোহলি। জানা গেছে, বিয়ের কাজটা সেরে ফেলতেই কোহলির এই বিশ্রাম চাওয়া!
সেক্ষেত্রে ভারতের খেলোয়াড়-কর্তারা একটু মন খারাপ করতেই পারেন! দলের সেরা খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা যেকোনো দলের জন্যই দুঃসংবাদ। তবে ভারতীয়রা কোহলির উপস্থিতি মিস করলেও খুশি হতে পারেন লঙ্কান ক্রিকেটাররা। চলতি বছর ক্রিকেটীয় দিক থেকে খুবই বাজে সময় কাটছে শ্রীলঙ্কার। সম্প্রতি দলটি পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায় ডুবেছে। এছাড়া এক বছরে তিনটি পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্মৃতির রেকর্ডটাও করে নিয়েছে নিজেদের।
অন্যদিকে বরাবরের মতো এ বছরও ভারতের ক্রিকেটীয় ক্যালেন্ডার কাটছে দুর্দান্ত। সম্প্রতি ঘরের মাঠে বিশ্ব-চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়াকে হারিয়েছে দলটি। দারুণ ফর্মে থাকা ভারতীয় দলের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের সেরা ক্রিকেটারকে না পাওয়া তাই শ্রীলঙ্কার জন্য স্বস্তির খবরই। তবে শ্রীলঙ্কা সেই স্বস্তি আদৌ পাবে কি না, সেটি বোঝা যাবে কোহলি-আনুশকার বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর!
আজকের বাজার: সালি / ২৪ অক্টোবর ২০১৭