ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে অবশেষে বিয়ে করলেন গায়ক-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী-উপস্থাপিকা তানিয়া হোসাইন। গত কয়েকদিন ধরেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল।
বিয়ের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয় শনিবার (২৩জুন) বিকেলে।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে খুব ছোট পরিসরে দুই পরিবারের পক্ষ থেকে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাপ্পা ও তানিয়ার পরিবারের সদস্যরা ছাড়াও অভিনয় ও সংগীতজগতের ঘনিষ্টজনেরাই উপস্থিত ছিলেন।
গত ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পশ্চিম পান্থপথে তানিয়ার বাসায় এই বাগদান সম্পন্ন হয়। তখনই দুজন জানিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা মিলে ঈদের পরই বিয়ের দিন-ক্ষণ ঠিক করবেন।
দুজনেই এটি দ্বিতীয় বিয়ে। চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। অন্যদিকে বাপ্পা মজুমদার এবং অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ার কারণে কয়েকমাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।
রাসেল/