বিয়ে করলেন মার্গারিটা মামুন। বর আলেকজান্ডার সুকুকরুভ । তার মতই আরেক অ্যাথলেট। ২০০৮ বেইজিং অলিম্পিকে রৌপ্য পদক জিতেছেন তিনি।
রিও অলিম্পিকে রাশিয়ার হয়ে স্বর্ণ জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান নাগরিক মামুন শুক্রবার রাতে মস্কোয় আনুষ্ঠানিকভাবে অ্যাথলেট সুকুকরুভকে বিয়ে করেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আর-স্পোর্টস।
আলেকজান্ডার ২০১২ সালের ডিসেম্বরে ‘বল অফ দ্য অলিম্পিয়ান্স রাশিয়া’র সময় মার্গারিটাকে প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই শুক্রবার তাদের বিয়ে হয়েছে।
মার্গারিটা মামুন রিও ডি জেনিরোতে অলিম্পিকের চ্যাম্পিয়ন। ২১ বছরের এই তরুণী বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশীপে চারটি স্বর্ণ জিতেছেন।
মার্গারিটার ২৯ বছরের বর আলেকজান্ডার ২০০৮ বেইজিং অলিম্পিকে ৪দ্ধ২০০ ফ্রি-স্টাইল রিলেতে রৌপ্য এবং ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন্সশীপে পদক জয়ী।
মার্গারিটার বাবা আবদুল্লাহ আল মামুন রাজশাহীর সন্তান। মা রাশিয়ান আন্না। তারা এখন সপরিবারে রাশিয়াতেই থাকেন। তার মা সাবেক রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি মামুনের।
মার্গারিটা জুনিয়র লেভেলে কিছুদিন বাংলাদেশের হয়ে খেলেছেন। কিন্তু সিনিয়র লেভেলে তিনি অংশ নেন রাশিয়ার হয়ে।
রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডও রয়েছে মার্গারিটার। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
সুত্র: আর-স্পোর্টস
আজকের বাজার: সালি/ ৯ সেপ্টেম্বও ২০১৭