ব্যাচেলর জীবনের ইতি টানলেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আজ বৃহস্পতিবার থেকে তিনি বাস্তবে বিবাহিত জীবনে পা রেখেছেন। নাবিলা যার সাথে বিয়েরে পিড়িতে বসেছে তার নাম জোবাইদুল হক রিম। তিনি পেশায় একজন ব্যাংকার।
‘আয়নাবাজি’-খ্যাত এ সঞ্চালক-মডেল-অভিনেত্রীর গায়ে হলুদ হয় গত সোমবার। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বিবাহোত্তর সংবর্ধনা। আর প্রিয় এ মুখকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা।
নাবিলা ও জোবাইদুলের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্যা মির্জা, মিথিলা, কোনাল, তানিয়া হোসাইন, ফারহানা নিশো, আলিফ আলাউদ্দিন, আনজাম মাসুদ, চৈতি, সায়েম, ফেরদৌস বাপ্পী, শ্রাবণ্য, শবনম ফারিয়া, নাভিদ মাহবুব, সুমন পাটোয়ারি, মাবরুর রশীদ বান্নাহ, আশনা হাবিব ভাবনা, বিপ্লব সাহাসহ অনেকেই। আরো ছিলেন দুই পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন ও বর-কনের কাছের বন্ধুরা।
জোবাইদুলের সঙ্গে ১৮ বছর আগে পরিচয় নাবিলার। এরপর ধীরে ধীরে ভালোলাগা ও ভালোবাসা। অবশেষে তা পরিণয়ে রূপ নিল।
শুক্রবার বরের সঙ্গে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে যাবেন নাবিলা। তিনি জানান, মধুচন্দ্রিমার জন্য নয়, জোবাইদুল হকের দাপ্তরিক কাজে তাকে সেখানে যেতে হবে।
আজকের বাজার/ এমএইচ