বীমা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা কম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বীমাকে প্রযুক্তিনির্ভর করতে হবে। দাবি নিষ্পত্তি থেকে শুরু করে বীমার সব ধরণের কাজ ডিজিটাল প্রযুক্তিতে করার তাগিদ দিয়েছেন তিনি। আজ রোববার সকালে প্রথমবারের মতো বীমা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বীমার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেয়। জানান, কর্মসংস্থানের বড় ক্ষেত্র হতে পারে বীমা ক্ষেত্র। তবে সচেতনতা সৃষ্টির ওপর জোর দেন তিনি। বীমা দিবসে পাঁচজন বিশিষ্ট বীমা ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু। দিনটিকে স্মরণীয় করে রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার। বীমা দিবসের এবারের প্রতিপাদ্য ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’।
আজকের বাজার/আখনূর রহমান