কবি-প্রাবন্ধিক বীরেন মুখার্জীর কবিতাগ্রন্থ গুচ্ছঘাসের অন্ধকার প্রকাশিত হয়েছে । এবার ১৬ ডিসেম্বর বইটি প্রকাশিত হয়।
বীরেন মুখার্জী আজকের বাজারকে বলেন, কবিতাকে মনে করি জীবন উপলব্ধির অন্যতম বাহন। আমার যাবতীয় মান-অভিমান, কল্পনা-অনুরাগ, প্রকাশ-অনুভূতি সব-ই কবিতাকেন্দ্রিক। কবিতা দিয়ে প্রচল ধারণাকে বাজিয়ে দেখার ইচ্ছে আমার ভেতর শৈশবেই জন্ম নেয়। এ ধারা এখনও বহমান। জীবনকে ধরা কিংবা জীবনের সমগ্রতার অনুসন্ধান চালাই কবিতা দিয়ে। কবিতায় আত্মসুখ নিবিড়। আর কবিতায় সাজানো শব্দের ভেতর যে চিন্তা দুল্যমান, তার যে ব্যাপ্তি, পরিবর্তন এবং সম্প্রসারণ তা নিয়ে নিয়ম ভাঙার মায়া-বিভ্রমে মেতে থাকতে ভালো লাগে। আলো-ছায়ার পক্ষপাতিত্ব বা বিরোধাভাসে জীবনকে খুঁজে ফিরি অবিরাম। যে জীবন ছড়িয়ে আছে বৃক্ষ-লতায়, ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায়। সৃষ্টিবিশ্বের অমেয় উপলব্ধি, বিশ্বসংসারই আমার আরাধ্য। কবিতা তার অন্যতম নিয়ামক। আমার বিশ্বাস ও চিন্তার সারবত্তা কবিতায় তুলে ধরতে চাই। কবিতা আমার কাছে এক অমৃত অহঙ্কার, তাই কবিতাকে এগিয়ে রাখতে চাই জগতের সবকিছু থেকে।
এই পর্যন্ত কবির প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হলো- উদ্ভ্রান্ত সময় (১৯৯৮, কলকাতা), প্রণয়ের চিহ্নপর্ব (২০০৯), প্লানচেট ভোর কিংবা মাতাল বাতাস (২০১১), নৈঃশব্দ্যের ঘ্রাণ (২০১২), পালকের ঐশ্বর্য (২০১৩), মৌনতা (দীর্ঘকবিতা ২০১৩), জলের কারুকাজ (২০১৪), হেমন্তের অর্কেস্ট্রা (২০১৬); পাগলী ও বুড়ো বটগাছ (২০১৬); কবির অন্তর্লোক ও অন্যান্য প্রবন্ধ (২০১২), সাহিত্যের প্রতিপাঠ (২০১৪)।
আজকের বাজার: আরআর/ ১৭ ডিসেম্বর ২০১৭