বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের ইন্তেকাল

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব আর নেই (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ২টায় নিজ বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য কর্ণেল (অঃ) মুহাম্মদ ফারুক খান, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সভাপতি জিহাদুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের উপ-প্রচার সম্প্দাক ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জন সংযোগ অ্যাম্বাসেডর খন্দকার রবিউল ইসলাম রবি পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা আব্দুর রব, আজকের বাজার পত্রিকা ও অণলাইন মিডিয়া হাউজের সাব এডিটর রণি রেজার বড় চাচা।
মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
আজকের বাজার পরিবারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুর রবের আত্মা ও তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছে।

আজকের বাজার: সালি / ১৮ নভেম্বর ২০১৭