মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান মারা গেছেন।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান এ আওয়ামী লীগ নেতা।
দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিতরোগসহ নানান জটিল রোগে ভোগা তানজেল হোসেন খানের বয়স হয়েছিল ৭৩। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ (সোমবার) বাদ আসর স্থানীয় পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান