বুকে ব্যাথা নিয়ে দিল্লির হাসপাতালে দালাই লামা

FILE - In this April 4, 2019, file photo, Tibetan spiritual leader the Dalai Lama speaks during a press conference after talking to an audience of educators, in New Delhi, India. The Dalai Lama has been hospitalised in the Indian capital with chest infection and is feeling much better. The Tibetan spiritual leader's spokesman Tenzin Taklha says the Dalai Lama is under medication and likely to spend a day or two in the hospital. The Dalai Lama flew to New Delhi from Dharmsala for consultations with doctors and was hospitaliszd on Tuesday, April 9, 2019. (AP Photo/Manish Swarup, File)

বুকে ব্যথা নিয়ে নয়াদিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা।

মুখপাত্র তেনজিন তাকালহা বুধবার জানান, ৮৩ বছর বয়সী এ নেতাকে পুরোদিন বা আরও দু’দিন হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে।খবর ইউএনবি।

শান্তিতে নোবেল জয়ী দালাই লামা এখন ভালো আছেন বলেও জানিয়েছেন মুখপাত্র তেনজিন।

৬০ বছর আগে ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা পালিয়ে এসে ভারতের উত্তরাঞ্চলের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছেন। সেই ধর্মশালা থেকে হেলিকপ্টারে করে দিল্লি আসেন তিনি।

জনপ্রিয় বক্তা হিসেবেও পরিচিত দালাই লামা সাধারণত বছরের কয়েকটা মাস বিশ্বব্যাপী ঘুরে বুদ্ধের প্রচার ও তিব্বতিদের সংগ্রামের কথা প্রচার করেন।

গত সপ্তাহে নয়াদিল্লিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে চীনের সাথে তিব্বতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে দালাই লামা বলেন, তারা আর স্বাধীনতা চান না। তবে চীনের অধীনে থেকেই পারস্পারিক স্বার্থের জায়গা নিশ্চিত করতে চান তিনি।

আজকের বাজার/এমএইচ