বুদ্ধিজীবী ও বিজয় দিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের । আজ বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস ও নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ।
এ ছাড়া এদিন সকাল সাড়ে ৭টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল আঞ্চলিক কেন্দ্রের পরিচালকগণের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন ও প্রধান ফটকে আলোকসজ্জা করা হবে। পাশাপাশি ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সময় গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হবে।
বিজয়ের দিন সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপাচার্যসহ সংশ্লিষ্ঠ সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
তাছাড়া সকল আঞ্চলিক কেন্দ্রে সংশ্লিষ্ঠ বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বা শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
আজকের বাজার: আরএম/সালি, ০৭ ডিসেম্বর ২০১৭