একুশে পদকপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত বুলবুলকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বুধবার তার মরদেহ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হয়। মুক্তিযোদ্ধা বুলবুলকে শহীদ মিনার প্রাঙ্গণে গার্ড অব অনারও দেয়া হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে বুলবুলের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেই সাথে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শ্রদ্ধা জানান।
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতা মাহবুব-উল-আলম হানিফ প্রখ্যাত এ সুরকারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে বুলবুলের প্রথম জানাজা এবং এফডিসি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ