পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবারের দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেন।
বাতিলকৃত ফ্লাইট দুটি হলো- বিজি-১০৯৩ এবং বিজি-৩০৯৩। এ নিয়ে বিমানের মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ২০টি।
চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাচ্ছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন যাচ্ছেন।
গত ১৪ জুলাই বিমান হজ ফ্লাইট শুরু করে। ফ্লাইট শেষ হওয়ার কথা রয়েছে ১৫ আগস্ট। আর হজ পালন শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট। শেষ ফিরতি ফ্লাইট সৌদি আরব ছেড়ে আসবে ২৫ সেপ্টেম্বর।
আজকের বাজার/এমএইচ