জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাকি বিচার কাজের জন্য আগামীকাল বুধবার থেকে নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসতে পারে আদালত।
মঙ্গলবার (৪সেপ্টেম্বর) মামলার দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল মুঠোফোনে আমাদের সময়কে এমনটাই জানিয়েছেন।
মোশাররফ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলার প্রধান অভিযুক্ত। তিনি ওই কারাগারেই আছেন। দীর্ঘদিন অসুস্থতার কথা বলে বকশিবাজারের আদালতে হাজির হচ্ছে না। কারা কর্তৃপক্ষ সেখানে তাকে আনতে পারছেন না। তাই নাজিম উদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারকেই ওই মামলার বিচারের আদালত ঘোষণার গেজেট আজ মঙ্গলবার হতে পারে। যদি হয় তবে আগামীকাল থেকে ওই মামলার বাকি বিচারকাজ সেখানেই হবে।
আজকের বাজার/এমএইচ