আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার টুঙ্গিপাড়া থেকে নিজ দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
তিনি বুধবার প্রথমে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে যাবেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতে অংশগ্রহণ ও ফাতেহা পাঠ করবেন।
এর আগে শেখ হাসিনা সকাল ৮টার দিকে নিজের সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন।
তিনি বিকালে কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান আজ এক সংবাদ সম্মেলনে জানান, শেখ হাসিনা ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী সড়ক মোড়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাইয়ের রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ