বুধবার ১৭ মে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। তবে কমেছে মূল্যসূচক ও অধিকাংশ কোম্পানির দর। ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৪৩০ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ৮ পয়েন্ট।
বুধবার ডিএসইতে ৬৮৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৫৬৩ কোটি ১৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২০ কোটি ৯২ লাখ টাকার বা ২১ শতাংশ।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ১২০টি বা ৩৬.৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৫৫টি বা ৪৭.৪০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি বা ১৫.৯০ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এ দিন কোম্পানির ৭৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বিএসসির ২৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।
লেনদেনে এরপর রয়েছে- ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, লংকাবাংলা ফাইন্যান্স, বিডিকম অনলাইন, ইভিন্স টেক্সটাইল, এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ন্যাশনাল ফিড মিল।
এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০১৯২ পয়েন্টে। বাজারটিতে ৪৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তীত রয়েছে ২৭টির।
আজকের বাজার:এলকে/এলকে/১৭ মে ২০১৭