ঢাকার কয়েকটি স্থানে আগামীকাল বুধবার সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট মেট্রো রেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে টাই-ইন কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর-১, ২, ৬, ৭, ১০, ১১ ও ১২ এর রাস্তার উভয় পার্শ্ব, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ক্যান্টনমেন্ট, ডিওএইচএস ও তদসংলগ্ন এলাকায় আবাসিক, বণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস পাবে না ঢাকার উল্লিখিত এলাকার গ্রাহকরা।
আজকের বাজার/এসএম