করোনা মহামারির মধ্যেই আগামীকাল শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। পরদিন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এবারের অধিবেশনে গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি। থাকছে নানা বিধি নিষেধ। স্পিকার বলছেন, সময়সীমা কমলেও কার্যপ্রণালী বিধিতে পরিববর্তন আসছে না খুব একটা। সংসদ সদস্যদের সবাই এক সাথে যোগ না দিয়ে অংশ নেবে ধারাবাহিকভাবে।
এমন সময়ে উত্থাপিত হচ্ছে ২০২০-২১ অর্থ বছরের বাজেট যখন করোনা মহামারিতে আক্রান্ত গোটা দেশ। তাই ১০ জুনের এই বাজেট অধিবেশন নিয়ে অন্য বছরের চাইতে একটু আলাদা করে ভাবছে সংসদ সচিবালয়ে।
সংসদ সচিবালয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে এ নিয়ে। কর্ম পরিকল্পনা অনুযায়ী ১১ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ১৪ থেকে ২৪ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে সম্পূরক ও মূল বাজেট আলোচনা। ২৯ জুন অর্থ বিল পাশের পরদিন হবে মূল বাজেট পাশ। ৯ জুলাইয়ের মধ্যে অধিবেশন শেষ করতে চায় সংসদ সচিবালয়ে।
তবে, করোনা মহামারির কারণে এবার গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্বের বিষয়টি। এছাড়াও থাকছে নানা বিধি নিষেধ।
আইন মেনেই অধিবেশনের সব কর্মসূচি পালনের কথা বলছেন স্পিকার শিরীন শারমিন। তবে, সময়সীমা কমলেও কার্যপ্রনালী বিধিতে পরিববর্তন আসছে না খুব একটা।
কোরাম পূরণ করে অধিবেশন চলবে। তবে সংসদ সদস্যদের সবাই এক সাথে যোগ দিবে না এবারের অধিবেশনে।
এবার ৫ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী।