ঘরের মাঠে আগামী মাসেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচও খেলবে টাইগাররা। আর সে লক্ষ্যে এর মধ্যেই ৩২ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সকাল ৯টায় খেলোয়াড়রা রিপোর্টিং করবেন বিসিবির একাডেমি ভবনে। শুরুতে ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের অধীনে অনুশীলন করবেন ডাক পাওয়া ক্রিকেটাররা। খেলোয়াড়দের বিপ টেস্ট দিয়ে শুরু হবে এ ক্যাম্প। পরদিন সকালে দুই গ্রুপে বিভক্ত হয়ে জিম করবেন খেলোয়াড়রা। এরপর একই দিন দুপুর ১টা থেকে বোলিং সেশন। এভাবে চলবে সোমবার (১ জানুয়ারি) পর্যন্ত। মাঝে শুক্রবার সকালে এক ঘণ্টা রানিং করবেন ক্রিকেটাররা। আর রোববার রানিংয়ের পাশাপাশি বোলাররা ব্যাটিং অনুশীলন করবেন। এরপর মঙ্গলবার বিশ্রামে থেকে বুধবারও তাই।
৪ জানুয়ারি থেকে শুরু হবে স্কিল অনুশীলন। চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। মাঝে ৭ জানুয়ারি অবশ্য বিশ্রামে কাটাবেন খেলোয়াড়রা। ১০ জানুয়ারি কৃত্রিম আলোতে ম্যাচ অনুশীলন করবে টাইগাররা। দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজ শেষে ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৫ ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও হবে মিরপুরে। তবে ১৮ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ডাক পাওয়া ৩২ জনের প্রাথমিক দল :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
আজকের বাজার: সালি / ২৬ ডিসেম্বর ২০১৭