বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন। এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে বুধবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে তার বড় ছেলে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন। তারেক রহমান ছাড়াও সেখানে তার স্ত্রী-সন্তান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও ২ সন্তান রয়েছেন।
এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে গত ১৫ জুলাই সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগম। পা ও চোখের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে লন্ডন যান তিনি।
আজকের বাজার:এলকে/এলকে ১৫ অক্টোবর ২০১৭