‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরই দীপঙ্কর দীপন বলেছিলেন খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার ঘোষণা দেবেন। প্রথম সিনেমার ১০০দিন পার হওয়ার পরপরই নতুনটির আনুষ্ঠানিক ঘোষণায় যাচ্ছেন।
বুধবার সকাল ১১টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সিনেমার নাম জানানো হবে। অভিনয়শিল্পী হিসেবে কারা থাকছেন তাও জানানো হবে।
নাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হবেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শামসুল আলম (বীর উত্তম) ও মুক্তিযুদ্ধের বীর নায়কেরা।
মুক্তিযোদ্ধাদের উপস্থিতি কি জানান দিচ্ছে এটি মুক্তিযুদ্ধ বা দেশপ্রেমভিত্তিক কোন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে? দীপন শুধু বলেন, ‘এটা আসলে ওইদিন ব্যাখা করব। কাহিনি আপাতত সারপ্রাইজ থাক।’
তিনি আরো বলেন, “ঢাকা অ্যাটাক’র নির্মাতা হিসেবে দর্শকদের একটা আলাদা চাহিদা তৈরি হয়েছে আমার কাছে। তাই সব কিছু মাথায় রেখে আমাদের এগোতে হচ্ছে।” নতুন সিনেমাটি প্রযোজনা করবে থ্রি হুইলারস লিমিটেড ও মেইন স্কয়ার কর্পোরেশন।
আজকের বাজার: সালি / ১৫ জানুয়ারী ২০১৭