হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বুধবার দ্বিতীয় ও শেষ টি২০তে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি দেখাবে গাজী টিভি। এই ম্যাচে ওপেনার তামিম ইকবালকে বিশ্রামে রাখা হতে পারে। তার পরিবর্তে মাঠে নামতে পারেন মোহাম্মাদ নাঈম। প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে একমাত্র টেস্ট ম্যাচে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে পরাজিত করে টাইগাররা। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে শেষ ম্যাচের টিকিট বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একটির বেশি টিকিট কাউকে দেয়া হবে না। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মাদ নাঈম, লিটন দাস, মেহেদী হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মাদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম এবং আমিনুল ইসলাম বিপ্লব। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান