কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নরা।
মারাকানা স্টেডিয়ামে শুক্রবার রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। মাত্র ১০ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাওতারো মার্টিনেজ।
৭৫তম মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর শট ঠেকাতে গিয়ে বল হাতছাড়া করে ফেলেন উইলকের ফারিনেস। সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের ফাঁকা জালে বল পাঠান বদলি নামা মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানে জয়ে সেমির টিকিট কাটে মেসির দল।
সেমিফাইনালে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে ছয়টায় (৩ জুলাই) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদল।
আজকের বাজার/এমএইচ