বুধবার ২ ঘণ্টা বন্ধ থাকবে বিমান ওঠা-নামা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুই ঘণ্টা সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান এ তথ্য জানান।

বিমানবন্দরের এই পরিচালক বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য আগামীকাল (বুধবার) দুই ঘণ্টা বিমান বাহিনীর মহড়া হবে। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে বন্ধ থাকবে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ।

আজকের বাজার/লুৎফর রহমান