করদাতাদের আয়কর পরিশোধের সুবিধার্থে বুধ ও বৃহস্পতিবার সব ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার দেশের সকল ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
নভেম্বর মাসজুড়ে চলছে ব্যক্তি শ্রেণির আয়কর ও আয়কর বিবরণি জমাদান। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করদাতাগণের আয়কর পরিশোধের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের শাখাসমূহ ২৯ ও ৩০ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য খোলা থাকবে।
আজকের বাজার:এলকে/এলকে ২৮ নভেম্বর ২০১৭