দ্বিতীয় বিভাগের দল ডায়নামো ড্রেসডেনের দুজন খেলোয়াড়ের দেহে কোভিড-১৯ এর সংক্রমন ধরা পড়ায় বুন্দেসলিগা শুরু হওয়া নিয়ে কোন আশঙ্কা দেখছেন না জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফএল) প্রধান ক্রিস্টিয়ান সেইফার্ট। খেলোয়াড়দের দেহে করোনাভাইরাস ধরা পড়ায় ইতোমধ্যেই ড্রেসডেনের পুরো দলকে ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠিয়ে দেয়া হয়েছে। দুই মাস বন্ধ থাকার পর আগামী ১৬ মে থেকে পুনরায় শুরু হচ্ছে বুন্দেসলিগার আসর।
স্থানীয় গণমাধ্যমে সেইফার্ট বলেছেন, ‘পুরো মৌসুমকে প্রশ্নবিদ্ধ করার মত এটি কোন বিষয় নয়। আমার কাছে একটি বিষয় স্পষ্ট যে এই ধরনের ঘটনা হতেই থাকবে। আমরা এখন লিগ শুরুর একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি।’
মার্চের শুরুতে করোনাভাইরাসের কারনে বন্ধ হয়ে যাওয়া প্রায় সব ইউরোপীয়ান শীর্ষ লিগের মধ্যে প্রথম লিগ হিসেবে শুরু হতে যাচ্ছে বুন্দেসলিগা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দর্শকশুন্য স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচে উভয় দলের সব মিলিয়ে ৩০০ মানুষ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।
তবে সবকিছুর পরেও লিগ শুরু হয়ে আবারও বন্ধ হয়ে যাবার শঙ্কা রয়েছে। সেইফার্টও সেই আশঙ্কাই প্রকাশ করে বলেছেন, ‘এটা এমন একটি পর্যায়ে পৌঁছাবে যখন আর সংক্রমনের আশঙ্কা থাকবে না। এটা নির্ভর করছে মৌসুম শেষ হতে আমাদের কত সময় লাগে তার উপর। আশা করছি ৩০ জুন নাগাদ আমরা এবারের মৌসুম শেষ করতে পারবো। এই সময়ের মধ্যে অনেক খেলোয়াড়ের সাথে ক্লাবগুলোর চুক্তি শেষ যাবে। সে কারনে তার আগেই যতটা সম্ভব ম্যাচ আয়োজনের চেষ্টা করতে হবে।’