বুবলি-শাকিবের সম্পর্ক এখন ওপেন বিষয়

বুবলিকে নিয়েই যত নষ্টের মুল, কথাটি বলেছিলেন শাকিব খানের স্ত্রী ও ডালিউড নায়িকা অপু বিশ্বাস। আর বুবলির সাথে ঘনিষ্ঠতার কারনেই ছেলে জয়কে নিয়ে প্রকাশ্যে এসে শাকিবের সাথে তার বিয়ের খবর ফাঁস করেছিলেন অপু বিশ্বাস। তারপর থেকেই নাটকের মোড় নিতে থাকে বিভিন্ন দিকে।

প্রথমে অপুকে স্ত্রী হিসেবে স্বীকার না করলেও পরে স্বীকার করেন শাকিব খান। এরপর আবারো দ্বন্দ্ব দুজনের মধ্যে।

শাকিবের কথায়, ঢালিউডের এক নায়কের সাথে অপুর সম্পর্ক রয়েছে। অন্যদিকে অপুর কথা শাকিবের বুবলির সাথে সম্পর্ক রয়েছে। শুধু অপু নয়, বুবলি-শাকিবের সম্পর্ক এখন ওপেন বিষয়।

নাটকের জল গড়িয়ে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে যায়। অপুকে বিচ্ছেদের চিঠি দিয়ে শাকিব আর অপুর মুখোমুখিই হননি এখনো পর্যন্ত। এমনকি সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলেও এই বিষয়ে কথা বলতে চাননা তিনি।

ডিভোর্সের বিষয়ে শুনানি ও ঝামেলা মিটানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে গত সোমবার অপু-শাকিবকে তলব করা হয়েছিল। কিন্তু ডাকে অপু সাড়া দিলেও উপস্থিত হননি শাকিব। এর পেছনের কারণাটা বিবাহ বিচ্ছেদ আর অপুকে নিয়ে এখন আর চিন্তা নেই শাকিবের এমন খবরই জানা গেছে।

শুনানীতে অপু বলেছিল, আমি ধর্ম ছেড়েছি, স্বামী ছাড়তে চাইনা। আমি স্বামী চাই। কিন্তু অপু স্বামী চাইলে কি হবে, শাকিব তো বিচ্ছেদ চান। এই নিয়ে একটি পত্রিকা থেকে জানতে চাওয়া হলে সাকিব বলেন, এই বিষয়ে আর কিছু বলতে চাননা। এই কারনে কাজের অনেক ক্ষতি হয়েছে।

তাহলে অপু যে শাকিবের স্ত্রী আর থাকছে না সেটা একরকম নিশ্চিত। কারন, জানা গেছে কোন শুাননীতেই শাকিব বা তার প্রতিনিধি কেউ থাকবে না। আর ৯০ দিন পর স্বয়ংক্রীয় ভাবেই হয়ে যাবে ডিভোর্স। তখন শাকিব হয়ে যাবে মুক্ত। আর সেই সময়েই হয়তো বুবলিকে বিয়ে করবেন তিনি।

এদিকে অপু-শাকিব ডিভোর্সের মধ্যে দিয়ে শাকিব-বুবলীর সম্পর্কের ধারণাটা আরো তীব্র হয়ে উঠছে। কারণ প্রতিবারই শাকিব-বুবলীকে পাওয়া যাচ্ছে একই সঙ্গে যেখানে অপু রয়ে গেলেন একা! সেক্ষেত্রে শাকিব-বুবলীর বিয়ের সম্ভাবনাটা কিন্তু ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। এখন দেখা যাক আসলে কোথায় গিয়ে শেষ হয় অপু-শাকিব-বুবলীর এই ত্রিমাত্রিক টানাপোড়েন।

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮