বছর জুড়েই আলোচনায় বুবলী।দর্শকদের একের পর এক ছবি উপহার দিচ্ছেন বুবলী।এরইমধ্যে শেষ করেছেন ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবির শুটিং।এখানেও বুবলীর পাশে রয়েছেন নায়ক শাকিব খান।
সম্প্রতি একই নায়কের সঙ্গে ‘ক্যাপ্টেন খান’ নামে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হয়েছেন বুবলী। এর পরিচালক ওয়াজেদ আলী সুমন। আজ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক।
নতুন ছবি প্রসঙ্গে বুবলী বলেন, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া ছবির শুটিং করার পর একটি বিজ্ঞাপনে অংশ নিই। কিছুদিন আগে কলকাতায় বিজ্ঞাপনটির শুটিং শেষ করি। ক্যাপ্টেন খান ছবির শিডিউল আগেই দিয়ে রেখেছি।
অন্যদিকে এ ছবির নায়ক শাকিব খান কলকাতায় অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। তার সঙ্গে কথা বলেই এ ছবির শিডিউল ঠিক করা হয়েছে। আজ থেকে শুটিং শুরু হচ্ছে।’
এদিকে ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করার কথা ছিল উত্তম আকাশের। কিন্তু শেষদিকে এসে পরিচালক পরিবর্তন হয়েছে। তার জায়গায় পরিচালক হিসেবে এসেছেন ওয়াজেদ আলী সুমন। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজনা সংস্থাটির তৃতীয় ছবি এটি।
আজকের বাজার/আরজেড