বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় প্রদেশ গুরমায় একটি গাড়িবহরে বোমা হামলায় ছয় জন নিহত হয়েছে। গাড়িটিকে পাহারা দিয়ে নিয়ে আসা হচ্ছিল।
শনিবার দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
বিবৃতিতে বলা হয়, গাড়িটি স্বর্ণ খনিতে যাওয়ার পথে রাস্তা পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে পাঁচ সৈন্য ও এক বেসামরিক লোক নিহত হয়।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আজকের বাজার/এমএইচ