বুরকিনা ফাসোতে দুটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে একটি নিরাপত্তা সূত্র রোববার এ খবর জানিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শনিবার সশস্ত্র ব্যক্তিরা বানি শহরে হামলা চালায়। এতে ১২ জন নিহত হয়। সাহেল অঞ্চলের দরি থেকে ৪০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার দেশটির পূর্বাঞ্চলে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে।
সাহেল অঞ্চলের দেশটিতে সম্প্রতি জিহাদী তৎপরতা খুব বেড়ে গেছে। পশ্চিম আফ্রিকার দেশটি বিশে^র সবচেয়ে অস্থির ও অনুন্নত দেশ। দেশটির প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান