বুরকিনা ফাসোতে হত্যাযজ্ঞ, মোট ১৬০ জনের মৃত্যু

বুরকিনা ফাসোর উত্তর পূর্বাঞ্চলীয় সোলহান গ্রামে হত্যাযজ্ঞের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। রোববার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা জানান, এ হত্যাযজ্ঞের ঘটনার পর স্থানীয় লোকজন মোট ১৬০টি লাশ উদ্ধার করেছে। তিনটি গণকবর থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে প্রায় ২০ শিশু রয়েছে।
স্থানীয় অপর এক সূত্র ১৬০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে।
পশ্চিম আফ্রিকার এই দেশে ২০১৫ সালের পর এটি বড় ধরনের সহিংস ঘটনা। স্থানীয় সময় গত শনিবার এ হামলা চালানো হয়।
জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজেরিক এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস এ কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের সদস্য দেশগুলোকে সন্ত্রাস দমনে দেশটিকে জোরালো সমর্থন দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, বুরকিনা ফাসোর সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে।
উল্লেখ্য, সাহেল অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলায় মালি, চাদ, মৌরিতানিয়া, নাইজার ও বুরকিনা ফাসোর সেনাবাহিনীকে সহায়তা করছে ফ্রান্সের সেনাবাহিনী।