পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফ্যাসোর একটি ক্যাথলিক চার্চে বন্দুকধারীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে।
কর্তৃপক্ষ জানান, রাজধানী ওয়াগাডগু থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ডাবল এলাকায় রোববারের এ মর্মান্তিক ঘটনায় নিহতদের মধ্যে একজন ধর্ম যাজক ও অন্য ৫ জন চার্চে আসা প্রার্থনাকারী।
সরকারের মুখপাত্র আরবেইন কাবোরি বলেন, বন্দুকধারীরা শুধু গুলিই চালায়নি, তারা একটি স্বাস্থ্যকেন্দ্রে আগুন দিয়েছে এবং সমস্ত কিছূ ধ্বংস করেছে।
এদিকে এ ঘটনার পর এখনো পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার না করলেও এ হামলায় ইসলামী চরমপন্থার চিহ্ন বহন করছে। আর এ অঞ্চলটিতে চরমপন্থীরা সক্রিয় রয়েছে।
প্রায় সপ্তাহ দুয়েক আগে দেশটির প্রটেস্টট্যান্টদের চার্চে হামলার ঘটনায়ও ছয় জনের প্রাণহানি ঘটে।
আজকের বাজার/এমএইচ